বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রেহানের ‘কলঙ্কিনী কালী!’

শোবিজ প্রতিবেদক

রেহানের ‘কলঙ্কিনী কালী!’

গানে গানে একজন পুরুষ নিজেই বলছেন- এমনই কাজল আমি কালো করে আঁকি, আমি যেন তোর চোখে কালো হয়ে থাকি, অশ্রু হয়ে তোর কাজলে দি গালি, অশ্রু-কাজলে তুই কলঙ্কিনী কালী! গানের নামও ‘কলঙ্কিনী কালী!’ কথা ও সুর রেহানের নিজের! বাজে স্বভাব গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শিল্পী  রেহান বলেন, বাজে স্বভাবের ধরন থেকে  কোটি মাইল দূরের গান! আশা করি এবার শ্রোতারা ভিন্ন কিছুর স্বাদ পাবে।’ গানটির সংগীত আয়োজনে ছিলেন তাসনুভ নাওয়াল! ভিডিও ডিরেকশনও তাসনুভের। ডিওপি আসাদুজ্জামান শিমুল। নাচের অংশ পরিচালনা করেছেন নিডো খান! গানের ভিডিওতে পিশাচ পুরুষরূপে অভিনয় করেছেন রেহান নিজেই! আর নারী চরিত্র তুলে ধরেছেন প্রিথা। ক্রিয়েটিভ ডিরেক্টর ফয়সাল। রেহান বলেন, ‘একটা পত্রিকায় পড়েছিলাম ২০১৯-এর প্রথম ৪ মাসে ৪৯৬টি শিশু ধর্ষিত হয়েছে! ভয় পেয়ে গিয়েছিলাম! একদিন যদি নারী জাগ্রত হয়? হলে যা হবে তারই প্রতীকী রূপ কলঙ্কিনী কালী গানটি। একজন সামান্য গায়কের প্রতীবাদ আর কি হতে পারে?’ কলঙ্কিনী কালী নামকরণ প্রসঙ্গে রেহান বলেন, ‘নারীকে মহাশক্তিধররূপে আনতে চেয়েছিলাম! তখন উদাহরণস্বরূপ কালী মাথায় এলো!’ রেহানের নিজের ইউটিউব চ্যানেলে নবমীতে মুক্তি পেয়েছে ‘কলঙ্কিনী কালী!’

সর্বশেষ খবর