শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

১০ বছর পর তিমির নন্দীর মেঘলা দু’চোখ

শোবিজ প্রতিবেদক

১০ বছর পর তিমির নন্দীর  মেঘলা দু’চোখ

কণ্ঠযোদ্ধা তিমির নন্দী। এ বছর প্রখ্যাত এই শিল্পী সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করছেন। তবে গত দশ বছর ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ পায়নি তার। এবার দীর্ঘ দশ বছর পর বিরতি ভেঙে ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন গুণী এ শিল্পী। নতুন অ্যালবামটির নাম ‘মেঘলা দু’চোখ’। আজ রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জি সিরিজের ব্যানারে এটি বাজারে আসছে। এ প্রসঙ্গে তিমির নন্দী বলেন, ২০০৯ সালে আমার সংগীতজীবনের ৪০ বছর পূর্তিতে সর্বশেষ অ্যালবামটি প্রকাশ করেছিলাম। এবার এক দশক পর নতুন অ্যালবাম  শ্রোতাদের উপহার দিচ্ছি। ‘মেঘলা দু’চোখ’ অ্যালবামের মৌলিক-আধুনিক ১৪টি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন- আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মো. রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মো. আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আবদুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। একটি বাদে সবকটি গানের সুর করেছেন তিমির নন্দী নিজেই।

সর্বশেষ খবর