শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফের মঞ্চে রোজী সিদ্দিকী

শোবিজ প্রতিবেদক

ফের মঞ্চে রোজী সিদ্দিকী

অভিনেত্রী রোজী সিদ্দিকী।  টেলিভিশন ও মঞ্চনাটক দুটোতেই সমানতালে অভিনয় করেন। তার অভিনীত আলোচিত মঞ্চনাটক ‘পঞ্চনারী আখ্যান’।  এতে একক অভিনয় করেছেন  রোজী সিদ্দিকী। নাটকটিতে জুলেখা, নাজমা, মনোরমা, মরিয়ম ও মমতাজ চরিত্রে  দেখা যাবে এ অভিনেত্রীকে। হারুন অর রশীদের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এটি ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনা। ইতিমধ্যে নাটকটির অর্ধশতাধিক মঞ্চায়ন হয়েছে। নাটকটি নিয়ে ফের মঞ্চে আসছেন অভিনেত্রী  রোজী সিদ্দিকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘পঞ্চনারী আখ্যান’।

নাটকটি নিয়ে রোজী সিদ্দিকী বলেন, ‘মঞ্চে আমার সেরা কাজের মধ্যে ‘পঞ্চনারী আখ্যান’ অন্যতম। এমন একটি চমৎকার গল্পের নাটক রচনার জন্য হারুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞ নাটকটির নির্দেশক শহীদুজ্জামান সেলিমের প্রতি। কারণ এতে অভিনয় করে আমি অনেক সাড়া পেয়েছি এবং প্রশংসিতও হয়েছি।’

এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল  হোসেন, সংগীত পরিকল্পনায় মঞ্চকুসুম শিমুল ইউসুফ ও চন্দন  চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর