শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আইয়ুব বাচ্চু স্মরণে শফিক তুহিন

শোবিজ প্রতিবেদক

আইয়ুব বাচ্চু স্মরণে শফিক তুহিন

আসছে ১৮ অক্টোবর গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে সংগীতশিল্পী শফিক তুহিন একটি বিশেষ গান তৈরি করেছেন। গিটার মানে তুমি আর তুমি মানেই গিটার, তোমাকে ছাড়া তারুণ্য উন্মাদনার মূল্য আছে কি তার?- প্রয়াত আইয়ুব বাচ্চুর অন্যতম শিষ্য শফিক তুহিনের গাওয়া এই গানটির নাম ‘গিটার জাদুকর’। শিগগিরই এই গানটির অডিও-ভিডিও প্রকাশ পাবে গান বাংলা টিভির সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরোর ব্যানারে। শফিক তুহিন বলেন, ‘বস মাথার ওপর হাত না রাখলে হয়তো সংগীতের এই পর্যন্ত আসা হতো না আমার। তার অনুপস্থিতিতে আমার মনটা জ্বলে। মূলত তার স্মৃতি আর ঋণের জালের আটকা পড়েই এই গানটি তৈরি করা।’ এদিকে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন নিজেই। গানটির অডিও রেকর্ডিং শেষ। এখন ভিডিও তৈরির প্রস্তুতি চলছে বলে জানান শফিক তুহিন।

সর্বশেষ খবর