শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হায়দার হোসেনের নতুন গান

শোবিজ প্রতিবেদক

হায়দার হোসেনের নতুন গান

ভিন্নধর্মী গানের স্রষ্টা হায়দার হোসেন। তিন দশকেরও বেশি সময় ধরে  শ্রোতাদের ব্যতিক্রমী গান উপহার দিয়ে আসছেন। গানে গানে তিনি তুলে ধরেন আমাদের জীবন, সমাজ, রাষ্ট্রের কথা। তারই ধারাবাহিকতায় নতুন একটি গান করলেন এই গুণী শিল্পী। ‘আমি নির্বোধ, নির্লজ্জ/নাকি সংশয়ন ভয় অবক্ষয়, দানিলো আসীম ধৈযী’- এমন একটি গানের কথায় কণ্ঠ দিলেন হায়দার হোসেন। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন এই শিল্পী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অনিক ফায়সাল। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে হায়দার  হোসেন বলেন, ‘আমার গানের প্রথম লাইনটি শুনলেই বুঝতে পারবে, আমি কেন এই গানটি লিখেছি। এই গানের মধ্য দিয়ে আমি বলতে চেয়েছি, আর কত নিষ্পাপ মেধাবী প্রাণ ঝরে যাবে। আমাদের কি কোনো দায়িত্ব নেই। আমরা আর কতকাল নির্বোধ নির্লজ্জের মতো চুপ হয়ে থাকব।

 একটা দেশের সব দায়িত্ব কিন্তু সরকার কিংবা প্রশাসনের নয়। আমাদের প্রতিটি মানুষের কিছু না কিছু দায়িত্ব আছে। আমরা যদি আমাদের ওই দায়িত্বগুলো পালন করতে পারি, তবে আমাদের দেশে এত সমস্যা থাকবে না। আমরা প্রতিটি মানুষ তার নিজ জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করতে পারলেই হলো।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর