শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অনলাইনে আসছে দ্য টাইপিস্ট

শোবিজ প্রতিবেদক

অনলাইনে আসছে দ্য টাইপিস্ট

তরুণ নির্মাতা নাঈম হক নির্মাণ করেন ‘দ্য টাইপিস্ট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি। যা দেশ ও দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। বছর শেষে এটি সব শ্রেণির দর্শকের জন্য অনলাইনে মুক্তি দিতে চান নির্মাতা। একজন বৃদ্ধ টাইপরাইটারের জীবনযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম। চলতি বছরের শেষদিকে দেশীয় দর্শকের জন্য এটি অনলাইনে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। নাঈম জানান, দাদাসাহেব ফালকেসহ ভারতের একাধিক চলচ্চিত্র উৎসব ও ইতালির একটি উৎসবেও দেখানো হয়েছে ‘দ্য টাইপিস্ট’। এমনকি সামনের নভেম্বরে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিতব্য ‘দ্বিতীয় নেপাল সাংস্কৃতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’-এও দেখানো হবে ছবিটি। ‘দ্য টাইপিস্ট’ মুক্তি নিয়ে নির্মাতা বলেন, নভেম্বর বা ডিসেম্বরের দিকে স্বল্পদৈর্ঘ্যটি অনলাইনে মুক্তি দিতে চাই। ‘দ্য টাইপিস্ট’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিরী সাগর। কেন্দ্রীয় চরিত্রে সৈয়দ হাসান ইমাম ছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তন্ময় ও নিপা খান।

সর্বশেষ খবর