শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্টেজ শোতে কানাডায় সুমি মির্জা

শোবিজ প্রতিবেদক

স্টেজ শোতে কানাডায় সুমি মির্জা

দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে স্টেজ শো করতে গেলেন তরুণ কণ্ঠশিল্পী সুমি মির্জা। বর্তমানে তিনি কানাডায় শো করছেন। কানাডা থেকে ফিরে ২৮, ২৯, ৩০, ৩১ অক্টোবর কলকাতার জলপাইগুড়িতে শোতে গান করতে যাচ্ছেন সুমি র্মিজা। স্টেজ শো ছাড়াও নতুন তিনটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই কণ্ঠশিল্পী। নতুন তিনটি গানের মধ্যে একটি গানের কথা শিল্পী সুমির নিজের লেখা। গানটির নাম বিনোদিনী রাই। গানটির সুর সংগৃহীত ও সংগীতায়োজনে ছিলেন মাহমুদ সানি। আর ভিডিও করেছেন খান মাহি। সুমি বলেন, ‘বিনোদিনী রাই গানটি আমার লেখা প্রথম গান। গানটির সংগীতায়োজনে ছিলেন সানি ভাই, তার প্রতি অনেক কৃতজ্ঞ। আজ এই গানটির কারণে আমি সবার কাছে বিনোদিনী রাই হিসেবে পরিচিত। আর তাছাড়া লেজারভিশন থেকে প্রতি মাসে একটি করে মিউজিক ভিডিও বের হবে। এর জন্য আমি লেজারভিশনের কাছে অনেক কৃতজ্ঞ।’ এ ছাড়াও শিল্পী সুমির আরও দুটি গান হচ্ছে পিরীতের বাঁশি এবং কলঙ্কিনী রাধা। পিরীতের বাঁশি গানটির কথা, সুর ও সংগীতায়োজনে ছিলেন ইয়াসিন হোসেন নিরু। এর ভিডিওর দায়িত্বে ছিলেন খান মাহি। এ ছাড়া রাধা রমণ দত্তের কলঙ্কিনী রাধা গানটিরও সংগীতায়োজনে ছিলেন ইয়াসিন হোসেন নিরু। কলঙ্কিনী রাধা গানটি সামনে কালীপূজায় রিলিজ পাবে বলে জানান সংগীতশিল্পী সুমি র্মিজা জানান।

সর্বশেষ খবর