সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুই দশকে ফেরদৌস আরার সুরসপ্তক

শোবিজ প্রতিবেদক

দুই দশকে ফেরদৌস আরার সুরসপ্তক

নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার উদ্যোগে তারই তত্ত্বাবধানে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয় সংগীত, নৃত্য, আর্টসহ অন্যান্য বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ফেরদৌস আরা। সুরসপ্তক আগামী ফেব্রুয়ারিতে দুই দশক পূর্ণ করতে যাচ্ছে। তাই সুরসপ্তক এবার আয়োজন করতে যাচ্ছে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস আরা। তিনি জানান, নজরুলসংগীত শিল্পী, শিক্ষক, চিন্তাবিদ, গবেষক, সাংবাদিক এবং সর্বোপরি নজরুলবিষয়ক কর্মকান্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এই সম্মাননায় ভূষিত করা হবে। শুধু বাংলাদেশেরই নয়, ভারত থেকেও অনেকে এই সম্মাননায় ভূষিত হবেন। সম্মাননা জানানো হবে নজরুল পরিবারকেও। এদিকে ফেরদৌস আরা ‘নজরুল সংগীতসমগ্র-১০’-এর অ্যালবামের কাজ প্রায় শেষ। আগামী বছর অ্যালবামটি প্রকাশের আগ্রহ রয়েছে ফেরদৌস আরার।

সর্বশেষ খবর