সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বাংলা নাট্য উৎসব-২০১৯

শোবিজ প্রতিবেদক

মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি উপলক্ষে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ১০ দিনব্যাপী ‘বাংলা নাট্যোৎসব’-এর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলা নাট্যোৎসব’-এ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের মোট ৩১টি নাট্যদল তাদের নান্দনিক মঞ্চসফল প্রযোজনাগুলো নিয়ে অংশগ্রহণ করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে উৎসব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর