Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৩ অক্টোবর, ২০১৯ ২২:৫১

এবারও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে

শোবিজ প্রতিবেদক

এবারও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে

হালের আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন আজ। বরাবরের মতো এবারও রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছেন তিনি। সেখানে বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে বরাবরের মতো এবারও একটু ভিন্নতা রাখছেন এই লাস্যময়ী। গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করেছিলেন কালো-সোনালি রঙের পোশাকের ওপর। এ বছর তিনি অনুরোধ জানিয়েছেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রঙের পোশাকের ওপর। এছাড়া দিনটি উপলক্ষে নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন পরী।

এদিকে, গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনের সকালটা কাটবে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। তাদের নিয়ে কাটবেন কেক। বিতরণ করবেন উপহারসামগ্রী। অর্থাৎ তাদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেবেন। জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে এভাবেই নিজের প্রত্যাশা ব্যক্ত করেন পরীমণি।


আপনার মন্তব্য