বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফোক ফেস্ট ১৪ নভেম্বর থেকে

শোবিজ প্রতিবেদক

ফোক ফেস্ট ১৪ নভেম্বর থেকে

পঞ্চমবারের মতো লোকসংগীতের মহাযজ্ঞ ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের ১৪-১৬ নভেম্বর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এ উপলক্ষে গতকাল একটি হোটেলে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ এবং প্রখ্যাত লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের প্রায় ২০০ লোকশিল্পী-কলাকুশলী জড়ো হচ্ছেন। শিল্পীরা হলেন বাংলাদেশের শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানার কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল; ভারতের দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড বামাদা। এটি সরাসরি সম্প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

সর্বশেষ খবর