মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জয়নুল আবেদিন আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা গ্যালারিতে আগামীকাল। বাংলাদেশ ও সেই সঙ্গে বহির্বিশ্ব থেকে অংশগ্রহণকারী দেশ ভারত, নেপাল, ইউএসএ, ইউকে, সুইজারল্যান্ড, ইতালি ও ওমান। প্রদর্শনীতে দেশ ও বিদেশ থেকে ৪,৮৭৪টি ছবি জমা পড়ে। সেগুলো থেকে বাছাইকৃত ২৫০টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য চিত্রশিল্পী দ্বারা বাছাইকৃত ছবি উক্ত প্রদর্শনীতে প্রদর্শিত হবে। ৩ থেকে ১৬ বছরের খুদে শিশুশিল্পীরা উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করে এবং বয়সভিত্তিক প্রতিটা গ্রুপে।

গ্রুপে প্রথম পুরস্কার স্বর্ণপদক, দ্বিতীয় পুরস্কার রৌপ্যপদক, তৃতীয় পুরস্কার ব্রোঞ্জপদক, জয়নুল গোল্ডেন অ্যাওয়ার্ড এবং জয়নুল পুরস্কার চারটি বিভাগ থেকে প্রদান করা হবে।

সেই সঙ্গে সম্মানসূচক ও বিশেষ পুরস্কারও প্রদান করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী কে এম খালেদ এমপিসহ আরও অনেকে।

 

সর্বশেষ খবর