বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সংগঠনের সদস্য ছাড়া নাটক নির্মাণ করতে পারবেন না

শোবিজ প্রতিবেদক

নতুন নীতিমালা প্রকাশ করেছে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত চার সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘ। এখন থেকে সংগঠনের অনাপত্তিপত্র ছাড়া কোনো অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকার নাটকের সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাদের প্রকাশিত চার দফা নীতিমালাগুলো হলো ১ নভেম্বর ২০১৯ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলমান নাটক নির্মাণের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। সংগঠনের সদস্য নন এমন কেউ নাটক নির্মাণের সঙ্গে যুক্ত হতে চাইলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট সংগঠনের প্রাথমিক সদস্যপদ নিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্য নন এমন কারও সঙ্গে আন্ত সংগঠনের সদস্য; শিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও নাট্যকার ওই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

সর্বশেষ খবর