রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তাহসানের কল্পতরু

শোবিজ প্রতিবেদক

তাহসানের কল্পতরু

‘আমার ১০০তম নাটক কল্পতরু। ১০০তম কাজটা একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম। গ্রুপ-এ গল্প চেয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল দুই মাস আগে। সেখান থেকেই বাছাই করা এই গল্প পাঠিয়েছে ফারিয়া কবির আভা, পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। আর প্রথমবারের মতো সহশিল্পী শায়লা সাবি।’ কিছুদিন আগে এই পোস্টটি ফেসবুকে দিয়েছিলেন গায়ক-অভিনেতা তাহসান খান। কারণ, এই নাটকটির মাধ্যমে তিনি শততম কাজ পূর্ণ করলেন। অন্যদিকে আরেকটি চমক হচ্ছে, আরেক জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর দখলে গেল তাহসানের এই শততম নাটকটি। এর আগেও বান্নাহর নির্মাণে তাহসান অনেক নাটকে অভিনয় করেছেন। তবে ‘কল্পতরু’ নাটকটি বিশেষ চমক হিসেবেই বলা যায়। নাটকটির প্রযোজনায় আকবর হায়দার মুন্না ও সার্বিক তত্ত্বাবধানে মাসুদ উল হাসান। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটি খুবই বিশেষ ব্যাপার এবং আমি তার এই সাফল্যের অংশীদার হতে পেরে খুবই খুশি। কল্পতরু আসছে...দেখা যাক দর্শক কীভাবে নেয়।’ মুন্না বলেন, ‘তাহসানকে ইচ্ছার কথা বলেছিলাম যে তার ১০০তম নাটক আমি প্রযোজনা করব। তিনি আমাকে নিরাশ করেননি। এমনিতেই অসম্ভব ভালো একজন মানুষ তিনি। আমিও তার দেওয়া সম্মানের পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি।’ ক্লাব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকে তাহসান খান, শায়লা সাবি ছাড়াও অভিনয় করেছেন সাব্বির অর্ণব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর