সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কলকাতায় সম্মাননায় কুমার শানু-আঁখি আলমগীর

শোবিজ প্রতিবেদক

কলকাতায় সম্মাননায় কুমার শানু-আঁখি আলমগীর

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর তার সংগীত জীবনের এক অবিস্মরণীয় সন্ধ্যার মুখোমুখি হয়েছিলেন পয়লা নভেম্বর। সেদিন কলকাতার কামালগাজী নেতাজী স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘বিজয়া সম্মিলনী-২০১৯’। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও বাংলাদেশের আঁখি আলমগীরকে একই মঞ্চে সম্মাননা প্রদান করা হয়। কলকাতার সাংসদ শুভাশীষ চক্রবর্তী ও এমএলএ ফেরদৌসী বেগম কুমার শানু ও আঁখি আলমগীরকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা, তাদের পোর্ট্রেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কলকাতায় স্পোর্টস কমপ্লেক্সে ৩০ হাজারেরও বেশি দর্শকের সামনে বাংলাদেশের হয়ে এই সম্মাননা কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গ্রহণ করাকে আঁখি আলমগীর তার সংগীত জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। আঁখি আলমগীর বলেন, ‘কলকাতার মাটিতে হাজার হাজার দর্শকের সামনে আমাকে যে সম্মাননা প্রদান করা হলো, তাতে আমি সত্যিই ভাষাহীন হয়ে পড়েছিলাম। তাদের সেই ভালোবাসার কাছে, সম্মানের কাছে আমি ঋণী হয়ে গেলাম। তাদের শ্রদ্ধা, ভালোবাসাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আয়োজক কমিটির প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা রইল। সত্যিই পয়লা নভেম্বর সন্ধ্যাটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে।’ অনুষ্ঠানে কুমার শানু ও আঁখি আলমগীর টানা দুই ঘণ্টা করে সংগীত পরিবেশন করে মাতিয়ে রাখেন দর্শকদের।

সর্বশেষ খবর