মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফেরদৌসী মজুমদারের বৈঠক

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসী মজুমদারের বৈঠক

কিংবদন্তিতুল্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাটক ‘সংশপ্তক’র বহুল আলোচিত ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে আসন করে নেন। অভিনয় জীবনের অর্ধ শতাব্দী পেরিয়ে এই গুণী অভিনেত্রী আজও নিয়মিত কাজ করে চলেছেন। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী সংস্কৃতি চর্চার অগ্রগণ্য এ অভিনেত্রী দেখেছেন দেশীয় কৃষ্টি-কালচারের রূপান্তর। সংস্কৃতির ভাঙা-গড়ার স্বাক্ষীও হয়ে আছেন গুণী এই মানুষটি। নানা অভিজ্ঞতা এবং ইতিহাস পেরিয়ে বর্ণাঢ্য জীবনের অধিকারী তিনি। স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছা করে, কেমন ছিল ফেরদৌসী মজুমদারের জীবন! তার সম্পর্কে জানার তেমনি একটি সুযোগ হবে এবার। আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের আয়োজনে এবং থিয়েটার পত্রিকার সহযোগিতায় ১৫ নভেম্বর ‘এক বক্তার বৈঠক’ নিয়ে সবার সামনে হাজির হবেন এই গুণী অভিনয়শিল্পী। এই বহুমাত্রিক অভিনেত্রী বলবেন, তার অভিনয়, জীবন ও শিল্পযাত্রা নিয়ে বিস্তর কথা। নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় ফেরদৌসী মজুমদারকে নিয়ে এই  বৈঠক অনুষ্ঠিত হবে। মঞ্চ এবং টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এর ফাঁকে চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। তবে তা সংখ্যায় খুব বেশি নয়। ১৯৭২ সালে ‘থিয়েটার’ গঠন করা হয়, যেখানে ছিল আবদুল্লাহ আল মামুন, রামেন্দু মজুমদার প্রমুখ। ফেরদৌসী মজুমদার সেই দলে যোগ দেন। বাংলাদেশ টেলিভিশনের তিনি প্রায় তিনশর বেশি নাটক করেন। আবদুল্লাহ আল মামুন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে ৮৬ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন, যার নাম ‘জীবন ও অভিনয়’। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর