শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নোয়াখালীতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার আজ

শোবিজ প্রতিবেদক

নোয়াখালীতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার আজ

আজ রাত আটটার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে নোয়াখালীতে ধারণকৃত ইত্যাদির পুরঃপ্রচার হবে। দর্শক ধারণক্ষমতার কথা বিবেচনা করে নোয়াখালীর মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠটিকে ধারণ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। বর্ণিল আলোয় সাজানো দৃষ্টিনন্দন মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৫ সালের নভেম্বর মাসে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। নোয়াখালীর ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন ছাড়াও রয়েছে মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের প্রকৃতি ও পাখিপ্রেমের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে অবৈধভাবে দালালদের খপ্পরে পড়ে প্রলোভন ও প্রতারণার ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন।

সর্বশেষ খবর