রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বশির আহমেদ সম্মাননা পদক আজ

শোবিজ প্রতিবেদক

বশির আহমেদ সম্মাননা পদক আজ

খ্যাতিমান সংগীতজ্ঞ প্রয়াত বশির আহমেদের নামে আজ দেওয়া হবে ‘বশির আহমেদ সম্মাননা’। এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক দেওয় হবে। কণ্ঠশিল্পী, ‘সুরকার, গীতিকার, যন্ত্রশিল্পী এবং বিশেষ ব্যক্তিত্ব-পাঁচ ক্যাটাগরিতে এ পদক দেওয়া হবে। এজন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বছর সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী রহমান (সংগীতশিল্পী), শেখ সাদী খান (সুরকার), শহীদুল্লাহ ফরায়জী (গীতিকার), মোস্তফা কামাল সৈয়দ (বিশেষ ব্যক্তিত্ব), নাসির আহমেদ (সাংবাদিকতা) ও চন্দন দত্ত (বাদ্যযন্ত্রশিল্পী)। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা পাবেন উত্তরীয় ও একটি ক্রেস্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সারগাম সাউন্ড স্টেশন যৌথভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করছে। আলোচনা অনুষ্ঠান, পদক প্রদানের পাশাপাশি বশির আহমেদের ছেলে রাজা বশির ও হুমায়রা বশির তার বাবার গাওয়া জনপ্রিয় গানগুলো গাইবেন। এ ছাড়া কনকচাঁপা, মৌটুসী ইসলাম ও দিঠি আনোয়ার বশির আহমেদের গাওয়া গানগুলো গাইবেন আজকের অনুষ্ঠানে। এ ছাড়া পদক প্রদান অনুষ্ঠানের জন্য ‘পাপা’ শিরোনামের গানটি লিখেছেন গাজী মাজহারুল ইসলাম এবং ‘তোমার উপমা তুমি’ গানটি লিখেছেন এনামুল হক অপু। দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। এদিকে বশির আহমেদের ওপর স্মৃতিচারণ করবেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ খুরশীদ আলম, আজাদ রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অধরা জাহান।

সর্বশেষ খবর