মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ থেকে শুরু আইডিএলসি নাট্যোৎসব

শোবিজ প্রতিবেদক

আজ থেকে শুরু আইডিএলসি নাট্যোৎসব

আজ থেকে পাঁচ দিনব্যাপী মঞ্চনাটকের আয়োজন ‘আইডিএলসি নাট্যোৎসব-২০১৯’ শুরু হচ্ছে। ‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দ মঞ্চে’ স্লোগানকে সামনে রেখে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ নাট্য আয়োজন। মঞ্চনাটকে তরুণদের সম্পৃক্ত করে প্রাণসঞ্চার করাই এই নাট্য আয়োজনের লক্ষ্য। প্রধান অতিথি হিসেবে নাট্য উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর (মাননীয় সংসদ সদস্য)। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমিতে দেশের স্বনামধন্য ১০টি নাট্যদল নিয়ে করছে এ উৎসব। ১০টি নাট্যদল হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যদল, নাট্যচক্র, তাড়ুয়া, ঢাকা পদাতিক নাট্য সংসদ, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, সময় নাট্যদল, ঢাকা থিয়েটার, আরশিনগর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), থিয়েটার ও নাগরিক নাট্যাঙ্গন। মোট ১০টি নাটক পরিবেশিত হবে এই আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলে। প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যদলে ‘রসপুরান’ ও নাট্যচক্রের ‘ভদ্দরনোক’ মঞ্চস্থ হবে। দ্বিতীয় দিন বিকাল ৫টা থেকে তাড়ুয়ার ‘লেট মে আউট’ ও নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, তৃতীয় দিন ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, চতুর্থ দিন সময় নাট্যদলের ‘ভাগের মানুষ’ ও ঢাকা থিয়েটারের ‘ধাবমান’ এবং সমাপনী দিন আরশিনগরের ‘রাহু চন্ডালের হাড়’ ও থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটক প্রদর্শিত হবে। এই দিন আরও হবে সমাপনী ও কৃতী সম্মাননা প্রদান অনুষ্ঠান। সম্মাননা প্রদান করা হবে আলোকসজ্জা, শব্দ নিয়ন্ত্রণ, মঞ্চসজ্জা এবং মেকআপ ও পোশাক পরিকল্পনা বিষয়ে। জানা যায়, এ বছর নাট্যোৎসবে দর্শনীর মাধ্যমে প্রাপ্ত অর্থ থিয়েটার ফেডারেশনের কল্যাণ তহবিলে প্রদান করা হবে। এ অর্থ বাংলাদেশের মঞ্চনাটকের উন্নয়নে ব্যয় করা হবে।

 

সর্বশেষ খবর