মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

শোবিজ প্রতিবেদক

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন

কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় তাকে এ জরিমানা করা হয়। জরিমানা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে এলে বাড়ির নকশায় অসঙ্গতি ধরা পড়ে। জানা  গেছে, নকশাবহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ অপসারণে  সোমবার রাজধানীর নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় শাকিব খান ওরফে রানার বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি। এ নিয়ে শাকিব খান বলেন, ‘এটা ইঞ্জিনিয়ারের ব্যাপার। রাজউকের নিয়ম মেনেই বাড়ি বানিয়েছি। ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির ক্যান্টিলিভার (বারান্দা) এক ফুট বাড়িয়েছেন। এটা তো এমন কিছু নয় যে, জেল-জরিমানা করতে হবে। আশপাশে যত বাড়ি আছে  বেশির ভাগেরই বারান্দা বাড়ানো। কর্তৃপক্ষ বিষয়টি নোটিস দিয়ে বললেই পারত! এভাবে অভিযান করার তো কিছু নেই। এটা কি ধরনের আইন আমার মাথায় ঢুকছে না!’

সর্বশেষ খবর