বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তাহাদের মান-অভিমান

শোবিজ প্রতিবেদক

তাহাদের মান-অভিমান

জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। এটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান ও সংলাপ সরোয়ার সৈকত। আশিষ কুমার রায় পরিচালিত এ নাটকে চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সানজিদা ইসলাম, ইফফাত আরা তিথি ও শিবলী নওমান। পাঁচ বোনের গল্পের বড় বোন সানজিদা ইসলাম (রানু) ও ছোট বোন ইফফাত আরা তিথি (বীথি)। পাঁচ বোনের মা হিসেবে রয়েছেন রোজী সিদ্দিকী। অন্যদিকে রানুর প্রেমিক রাহাতের ভূমিকায় শিবলী নওমান এবং বীথির প্রেমিক ফরহাদের চরিত্রে রয়েছেন সমাপ্তি মাশুক। পাঁচ বোনের বড় বোন রানুকে দিয়েই মূলত পারিবারিক ক্রাইসিস শুরু হয়। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে মান-অভিমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর