শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভৌতিক গল্পে আইরিন

শোবিজ প্রতিবেদক

ভৌতিক গল্পে আইরিন

ভৌতিক গল্পে এবারই প্রথম নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘সন্ধ্যাতারা’। মারুফ রেহমানের রচনায় এটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। ফিল্মটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইরিন আফরোজ। তাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। আইরিন বলেন, ‘গল্পে দেখা যাবে, গ্রামের এক মেয়ে জিন ধরা নিয়ে এলাকার সবার সঙ্গে মজা করত। মজা করতে করতে একটা সময় দেখা যায় সত্যি সত্যি মেয়েটি এক অশরীরির মুখোমুখি হয়, যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।’ ২০ মিনিট দৈর্ঘ্যরে এই ওয়েব ফিল্মটি দেখা যাবে রবি এপসে। নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘প্রথমবার ভৌতিক গল্প নিয়ে কাজ করলাম। মারুফ রেহমানের রচনায় এই ভিন্ন ঘরানার কাজটি ভালো হয়েছে। গল্পটা এত সুন্দর যে, দর্শক ২০ মিনিট বসে থাকবে মুগ্ধ হয়ে। টিমের সবাই তাদের সেরাটা দিয়ে কাজ করেছেন। গাছে উঠা থেকে শুরু করে নানা উদ্ভট উন্মাদনায় কেটেছে পুরো শুটিং।’ আইরিন আফরোজ ছাড়াও এতে আরও রয়েছেন এহসান, রেশমি, ইতি, নবী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর