বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কক্সবাজার মাতাল বাঁদি-বান্দার রূপকথা

পান্থ আফজাল, কক্সবাজার থেকে ফিরে

কক্সবাজার মাতাল বাঁদি-বান্দার রূপকথা

শেষ হলো কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত চার দিনব্যাপী নাচের সবচেয়ে বড় উৎসব ‘ওশান ড্যান্স ফেস্টিভ্যাল-২০১৯’। উৎসবের আয়োজনে ছিল ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিক ও নৃত্যযোগ। গত সোমবার সমাপনী দিনের বিশেষ চমক ছিল কক্স কার্নিভালে রাত ৮টায় মঞ্চায়িত নৃত্যাঞ্চল ও সৃষ্টির অংশগ্রহণে নৃত্যনাট্য ‘বাঁদি-বান্দার রূপকথা’। এর আগে দেশ ও দেশের বাইরের নৃত্যশিল্পী-কোরিওগ্রাফারদের সান্ধ্যকালীন নৃত্য পরিবেশনা উপস্থিত নৃত্যপ্রেমীদের দীর্ঘক্ষণ আবিষ্ট করে রাখে। আরব্য রজনীর পৃথিবীখ্যাত রূপকথা ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনি নিয়ে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত নৃত্যনাট্য ‘বাঁদি-বান্দার রূপকথা’। আলীবাবা ও চল্লিশ চোরের গল্প নতুন বিন্যাসে, নতুন আলোক সম্পাতে, নতুন ভঙ্গিতে পরিবেশন করা হয়েছে নৃত্যনাট্যে। সুকল্যাণ ভট্টাচার্যের নির্দেশনায় আলীবাবা চরিত্রে শিবলী মোহাম্মদ, মর্জিনা চরিত্রে শামীম আরা নীপা, আবদুল্ল­াহ চরিত্রে আনিসুল ইসলাম হিরু ও কাশেম চরিত্রে সুকল্যাণ ভট্টাচার্য পারফর্ম করেন। আরও অভিনয় করেছেন ডলি ইকবাল, সাবরিন নিসা প্রমুখ। নৃত্যশিল্পীদের সঙ্গে অর্ধশতাধিক নৃত্যশিল্পী অংশ নেন।

সর্বশেষ খবর