বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে শুরু তিন নাট্যোৎসব

শোবিজ প্রতিবেদক

রাজধানীতে শুরু তিন নাট্যোৎসব

‘কালো জলের কাব্য’ নাটকের মহড়ায় আসাদুজ্জামান নূর ও অপি করিম

রাজধানীতে শুরু হচ্ছে একাধিক নাট্যোৎসব। শুক্রবার থেকে শুরু হচ্ছে নাগরিকের ‘নতুনের উৎসব’। চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। উৎসবটির কিছু ব্যতিক্রম দিক রয়েছে। এ উৎসবে প্রদর্শিত হবে সাতটি নাটক, সবকটিই নতুন। অন্যদিকে এই উৎসবেই হবে নাটকগুলোর উদ্বোধনী প্রদর্শনী। সমকালীন সাতজন তুলনামূলক তরুণ নির্দেশনা দিচ্ছেন নাটকগুলো। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় থাকছে নাটকের প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করবেন বন্যা মির্জা, সামিনা লুফা নিত্রা, তনিমা হামিদ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, হৃদি হক ও জ্যোতি সিনহা। ৫ ডিসেম্বর নাট্যজন আবুল হায়াতের সভাপতিত্বে উৎসবের সমাপনী অনুষ্ঠানে চার জ্যেষ্ঠ অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, জ্যোৎস্না বিশ্বাস, লাকী ইনাম ও শিমুল ইউসুফকে সম্মাননা জানানো হবে। উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন প্রযোজনা ‘কালো জলের কাব্য’। নির্দেশনায় পান্থ শাহরিয়ার। অভিনয়ে আসাদুজ্জামান নূর, অপি করিম, পান্থ শাহরিয়ার প্রমুখ। এদিকে নাট্যধারার ২৭ বছরে পদার্পণ এবং সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক-১৯ প্রদান উপলক্ষে গৃহীত কর্মযজ্ঞ আজ থেকে ৩০ নভেম্বর এক্সপেরিমেন্টাল হলে শুরু হচ্ছে। থাকছে তিন দিনের নাট্যোৎসব এবং আনন্দযজ্ঞ। উৎসবের উদ্বোধন করবেন ২৭টি নাট্য সংগঠনের ২৭ জন গুণী নাট্যকর্মী। বাংলাদেশ ও ভারতের উল্লেখযোগ্য ৯টি মঞ্চনাটক নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা-২০১৯’। গত ১৬ বছর ধরে ১০টি নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করার সূত্র ধরে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল এবার ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে এই মেলা। এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি­ থেকে চারটি এবং বাংলাদেশের পাঁচটি উল্লেখযোগ্য প্রযোজনার নাটক মঞ্চায়ন হবে।

সর্বশেষ খবর