রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ ব্যান্ড ফেস্ট

শোবিজ প্রতিবেদক

আজ ব্যান্ড ফেস্ট

চ্যানেল আই এবারও ডিসেম্বরের প্রথম দিনে আয়োজন করছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট-২০১৯’। আজ দিনভর এ ফেস্ট মাতাবে দেশের সুপরিচিত ১৮টি ব্যান্ড দল। অন্যদিকে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণীয় করে রাখতে চ্যানেল আই ঘোষণা করবে ‘রুপালি গিটার পদক’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা। সকাল ১১টা ৫ মিনিট থেকে শুরু হবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট-২০১৯’। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এদিকে ব্যান্ড ফেস্ট নিয়ে গতকাল দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ব্যান্ড দলের ভোকালিস্ট ও সদস্যরা। ব্যান্ড ফেস্টটি উপস্থাপনা করবেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ। এবারের ফেস্টে অংশগ্রহণ করা ১৮টি ব্যান্ড দল হচ্ছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর