সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দর্শকপ্রিয়তায় মান অভিমান

শোবিজ প্রতিবেদক

দর্শকপ্রিয়তায় মান অভিমান

জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’র অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক ‘মান অভিমান। নাসিমুল হাসানের চিত্রনাট্য ও সরোয়ার সৈকতের সংলাপে এটি পরিচালনা করেছেন আশিষ কুমার রায়। লাইন প্রডিউসার মো. জাহিদুল ইসলাম। দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিকটি অল্প সময়ে চলে গেছে দর্শকপ্রিয়তার শীর্ষে। মধ্যবিত্ত পরিবারের ক্রাইসিস নিয়ে গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, দাম্ভিকতা, সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন বিষয়। মূলত একটি পরিবারের মা ও তার পাঁচ মেয়েকে নিয়েই গল্পের বাঁক ও শাখা-প্রশাখা ছড়িয়েছে। পাঁচ বোনের মা হিসেবে রয়েছেন রোজী সিদ্দিকী। তিনি বলেন, ‘অল্প সময়েই দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে নাটকটি। নাটকটি আরও গ্রহণযোগ্যতা পাবে।’ আরও অভিনয় করেছেন তোফা হাসান, আরমান পারভেজ মুরাদ, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সুজাত শিমুল, সানজিদা ইসলাম, কাজী রাজু, রেহানা পারভীন, লিনা আহমেদ, শেলী আহসান, জেবুন্নেসা সুবহান, তানিন তানহা, ইমিলা হক, তেরেসা চৈতী, সানজিদা মিলা, রিয়া, নাসরিন নাসা প্রমুখ। শনি-বৃহস্পতি সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় দীপ্তটিভিতে প্রচার হচ্ছে এটি।

সর্বশেষ খবর