শিরোনাম
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রওনক-শানুর বুদ্ধিমান গাধা

শোবিজ প্রতিবেদক

রওনক-শানুর বুদ্ধিমান গাধা

একটি গ্রাম্য নির্যাসের গল্প নিয়ে নির্মিত হলো কাহিনিচিত্র ‘বুদ্ধিমান গাধা’। এতে মতি মাঝির চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর তার স্ত্রীর চরিত্রে শানারেই দেবী শানু। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন এস এম কামরুজ্জামান সাগর। কাজটি সম্পর্কে রওনক হাসান বলেন, ‘চরিত্রকে ভালোবেসে ধারণ করে তা রূপদান করা যায়, এমন নাটক খুব কমই পাওয়া যায়। এই নাটকটি আমার ক্যারিয়ারের উল্লেখ করার মতো কাজ হয়ে থাকবে। আমি খুব গর্ববোধ করি, এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে।’ এদিকে শানু বলেন, ‘গ্রামের যে একটা নিজস্ব নির্যাস আছে তা গল্পের গাঁথুনিতে তুলে এনেছেন সাগর (নির্মাতা) ভাই। এখানে আমার চরিত্রটি একজন গ্রাম্য বধূর, যে কিনা সন্তানহীন। এ নিয়ে শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকে। সবমিলিয়ে দারুণ এনজয় করেছি কাজটি করে।’ এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ, জাফর ইকবাল প্রমুখ। নাটকটি প্রচার হবে আগামীকাল বিকাল ৩টায় চ্যানেল আইয়ে।

সর্বশেষ খবর