বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজয় দিবসের নাটকে মোশাররফ-তিশা

শোবিজ প্রতিবেদক

বিজয় দিবসের নাটকে মোশাররফ-তিশা

১৯৭১ সালের জুন মাস। ত্রিপুরার মেলাঘর ক্যাম্পের পাশে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। ছনের ছাউনি দেওয়া একটা ঘরের চালে বাংলা হরফে লেখা, বাংলাদেশ হাসপাতাল। সোনামুরার কাছে একটা গোয়ালঘর পরিষ্কার করে হাসপাতালের যাত্রা শুরু। বাংলাদেশি এবং ভারতীয় কিছু মেডিকেল ফেলো নিয়ে বাংলাদেশের প্রথম হসপিটাল সেটা। পরবর্তীতে মেজর আকতার এবং মেজর খালেদ মোশাররফের সহযোগিতায় রিফিউজি ক্যাম্পের পাশেই এই ফিল্ড হসপিটাল তৈরি হয়। ডক্টর এ এইচ সাইদুর রহমান ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সেক্রেটারি ডক্টর জাফরুল্লাহ। তরুণ অর্থোপেডিক সার্জন ডক্টর এম এ মনিব ছিলেন সঙ্গে। গেরিলা যোদ্ধাদের প্রাথমিক চিকিৎসা এবং রিফিউজি ক্যাম্পের সদস্যদের সেবাদানের প্রকল্প ছিল এই হাসপাতাল। প্রথমে ২৪ সয্যা বিশিষ্ট হলেও পরে তা ৪০০ এর ওপরে উন্নীত করতে হয়। বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা রহমান এই হাসপাতালের দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত। জেনারেল ওসমানী এই হাসপাতাল পরিদর্শন করেন। ... এগুলো গল্পের ভিতরে থাকা কিছু তথ্য। মূল গল্প একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তার ঘোরগ্রস্ত কিছু সময়ের গল্প। মাসুম শাহরিয়ারের রচনায় ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় বিজয় দিবসের নাটক ‘বেড নাম্বার সিক্সটিন’। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, মাহাবুব, আখন্দ জাহিদ প্রমুখ।

সর্বশেষ খবর