শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও বই প্রকাশ

প্রদর্শনী

তারেক মাসুদ স্মরণে

আজ তারেক মাসুদের ৬৩তম জন্মবার্ষিকী। আয়োজনে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকাল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। আয়োজনে থাকছে তারেক মাসুদকে নিয়ে ‘চলচ্চিত্রকথা’ বইয়ের প্রকাশনা ও বিকাল পাঁচটায় চলচ্চিত্র ‘আদম সুরত’ প্রদর্শনী। আয়োজনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

‘দ্য বেল্ট অ্যান্ড রোড চেংদু-ঢাকা’

শিল্পকলা একাডেমিতে চলছে ‘দ্য বেল্ট অ্যান্ড রোড চেংদু-ঢাকা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

বাংলাদেশ-চায়না সংস্কৃতি ও পর্যটনের ওপর ১০০টি আলোকচিত্র স্থান পেয়েছে।

১০ ডিসেম্বর শেষ হবে প্রদর্শনী।

 

নাটক

আজ শুরু প্রাঙ্গণেমোরের ‘দুই বাংলার নাট্যমেলা

প্রাঙ্গণেমোর আয়োজিত দুই বাংলার নাট্যমেলা শুরু হচ্ছে আজ। নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে চারটি এবং বাংলাদেশের পাঁচটি উল্লেখযোগ্য প্রযোজনার মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর শেষ হবে এই নাট্যমেলা। ৮ তারিখে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে ‘হাছনজানের রাজা’।

সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি। রচনায় শাকুর মজিদ ও নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা।

 

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

আগামীকাল বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম আয়োজিত ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, ঢাকা-২০১৯ এর উদ্বোধন হতে যাচ্ছে। ৭ দিনব্যাপী আয়োজিত এ উৎসবে ৪৫টি দেশ থেকে প্রায় ৫০০ চলচ্চিত্রের মধ্যে বাছাইকৃত দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

মুক্তিযুদ্ধ জাদুঘরে বিজয় উৎসব

বিজয়ের ৪৮তম বার্ষিকী উদযাপনে ৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শুরু হচ্ছে ‘বিজয় উৎসব-২০১৯’।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে অনুষ্ঠিত হবে উৎসবের অনুষ্ঠানগুলো। আলোচনা,স্মৃতিচারণ,নাচ,গান,আবৃত্তি,পথনাটকসহ নানা আয়োজন থাকবে আটদিনের এই বিজয় উৎসবে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর