রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ বিপিএল মাতাবেন যারা

শোবিজ প্রতিবেদক

আজ বিপিএল মাতাবেন যারা

অবশেষে প্রকাশিত হলো বঙ্গবন্ধু বিপিএল কনসার্টের স্টেজ পারফরমারদের চূড়ান্ত তালিকা। জমকালো এই সন্ধ্যায় আজ মঞ্চে

থাকছেন বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আর গানে গানে দর্শকদের মাতাতে মঞ্চে থাকছেন সনু নিগাম ও কৈলাশ খের। তাদের পাশাপাশি সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন লাল-সবুজের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড তারকা জেমস ও মমতাজ। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এই বিশেষ সংস্করণের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ৭টি দল। এই আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। ক্রিকেট বোর্ডের অধীনেই পরিচালিত হবে প্রত্যেক দল। বিকাল সাড়ে ৪টায় শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। উদ্বোধনী অনুষ্ঠানটি স্পন্সর করছে বসুন্ধরা গ্রুপ। বিপিএলের বিশেষ আসরটির আগে আরও ছয়টি আসর মাঠে গড়িয়েছে। এর আগেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকারা। কিন্তু এবারের উদ্বোধনী অনুষ্ঠান অন্য যে কোনো বারের তুলনায় অনেক বেশি জমকালো হবে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ‘অন্য যে কোনো বারের তুলনায় এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি অনেক বেশি আকর্ষণীয় হবে।’ বলিউড তারকা ও জনপ্রিয় সংগীত শিল্পীদের গান শুনতে এবং লেজার শো, আতশবাজি দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের জন্য ব্যাপক চাহিদা। কিন্তু ৭-৮ হাজারের বেশি সাধারণ দর্শক জমকালো ও মনোজ্ঞ অনুষ্ঠানটি দেখতে পারবেন না বলেন বিসিবি সভাপতি। ‘আমার ধারণা ৭-৮ হাজারের মতো টিকিট আমরা দর্শকদের জন্য অ্যারেঞ্জ করতে পারব। ক্লাব হাউস, গ্র্যান্ড স্ট্যান্ড এবং মাঠে ১/২ হাজার দর্শক দেখতে পারবেন অনুষ্ঠানটি।’ টিকিটের মূল্যও নির্ধারিত হয়েছে। ক্লাব হাউস এক হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড আড়াই হাজার টাকা এবং মাঠের ভিতরে ১০ হাজার টাকা। বঙ্গবন্ধু বিপিএল নিয়ে দর্শকের ব্যাপক চাহিদা। বিসিবি সভাপতি জানিয়েছেন, এক লাখের ওপর চাহিদা। তবে দেশব্যাপী দর্শকদের দেখানোর ব্যবস্থা করছে বিসিবি। দেশের সাতটি বিভাগে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানটি দেখানো হবে। এ ছাড়া দর্শক চাহিদার কথা মাথায় রেখে টিএসসিতে, গুলশান বা বনানী ক্লাব, ধানমন্ডি রবীন্দ্র সরোবর, মিরপুর সিটি ক্লাব মাঠ বা অন্য কোনো মাঠে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানটি নিজ উদ্যোগে দেখাবে বিসিবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর