বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউরোপে ‘মেড ইন বাংলাদেশ’

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতার গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’। ইতিপূর্বে সিনেমাটি আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। আর এ মুহূর্তে ইউরোপের বিভিন্ন  দেশে মোট ৬১টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’র পর রুবাইয়াত  হোসেনের তৃতীয় সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’। আন্তর্জাতিক মহলে পুরস্কৃত হওয়ার পর এবার সিনেমাটি ইউরোপের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি  পেয়েছে। এ মুহূর্তে ফ্রান্সের ৫৩টি, ডেনমার্কের ৭টি ও পর্তুগালের ১টি সিনেমা হলে চলছে সিনেমাটি। ‘মেড ইন বাংলাদেশ’-এ অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা  হোসেন, দীপান্বিতা মার্টিন,  মায়াবী মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, প্রমুখ।

সর্বশেষ খবর