শিরোনাম
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রুনা লায়লার গানে দোয়েল ম্যাশ

শোবিজ প্রতিবেদক

রুনা লায়লার গানে দোয়েল ম্যাশ

খ্যাতনামা বাংলাদেশি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলাদেশের বাইরে গজলশিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এবার আরেকটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির নাম ‘আজ এতদিন পর’। আর তার এই গানের ভিডিওতে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী দোয়েল ম্যাশ। মিউজিক ভিডিওটির নির্মাতা শাহরিয়ার পলক। গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন রুনা লায়লা নিজেই। সংগীতায়োজনে রাজা কাশ্যপ। ১৫ ডিসেম্বর রাত ৮টায় ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে গানটি। দোয়েল বলেন, ‘আমি খুবই আনন্দিত ও একই সঙ্গে গর্বিত যে, শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া কোনো গানের সঙ্গে যুক্ত হতে পেরেছি।’ জানা যায়, সিটি ব্যাংকের এমএক্স কার্ডের প্রযোজনায় ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ড ফরএভার’-এ এই গানটি ছাড়াও থাকছে আরও চারটি মিউজিক ভিডিও। গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বরেণ্য শিল্পী আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলী খান, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা। এই গানগুলোর মডেল হিসেবে আছেন নওশাবা, শ্যামল মওলা, অর্ষা, জুঁই, তানভীর, ইতমাম ও ইচ্ছা। আগামীকাল সর্বপ্রথম আশা ভোঁসলের গান অবমুক্ত হবে। উল্লেখ্য, দোয়েল ম্যাশ এ যাবৎকালে অসংখ্য ফটোশুট, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মুক্তিপ্রাপ্ত তার দুটি চলচ্চিত্র, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’ ও এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ খবর