বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজয়ের মাসে বিশেষ অনুষ্ঠান

শোবিজ প্রতিবেদক

বিজয়ের মাসে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কথা’, ‘আমরা তোমাদের ভুলব না’, ‘মুক্তি’ ও ‘প্রিয় বাংলাদেশ’, ‘বিজয়ের গল্প’ ও টেলিছবি ‘মেঘনার- ৭১’। মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কথা’র মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। অন্যদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘আমরা তোমাদের ভুলব না’ প্রচার হবে। একদল শিশুর সঙ্গে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঘুরে বেড়াবেন শহীদ বুদ্ধিজীবী শিল্পী আলতাফ মাহমুদের সন্তান শাওন মাহমুদ ও শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনের সন্তান জাহীদ রেজা নূর। ১৩ ডিসেম্বর, বিকাল ৫টায় প্রচার হবে নাচের অনুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে একদল দুরন্ত শিশুর সঙ্গে বলেছেন বিজয়ের গল্প, মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প। সেসব কথা উঠে এসেছে ‘বিজয়ের গল্প’ অনুষ্ঠানে। অন্যদিকে প্রচার হবে টেলিছবি ‘মেঘনার-৭১’।

সর্বশেষ খবর