শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছোট পর্দায় বিজয় দিবসের যত নাটক

ছোট পর্দায় বিজয় দিবসের যত নাটক

নাটক : সেই আমি

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব টিভি চ্যানেল ও ডিজিটাল প্লাটফর্মে প্রচার হবে বিশেষ বিশেষ অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্যে দর্শকের প্রধান আকর্ষণ হচ্ছে বিজয় দিবসের নাটক। বিজয় দিবসের জন্য নির্মিত উল্লেখযোগ্য কিছু নাটক সম্পর্কে লিখেছেন- পান্থ আফজাল

 

প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে দীপু হাজরা ‘সেই আমি’ নামে একটি বিশেষ টিলিফিল্ম তৈরি করেছেন। গল্প ও চিত্রনাট্য ড. মইনুল খান। অভিনয় করেছেন রুনা খান, আরমান পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী, সমাপ্তি মাসুক, সুজিত বিশ্বাস, আজম খান, সায়েম সামাদসহ অনেকে। নাটকটিতে সমাপ্তি মাসুককে দেখা যাবে পাকিস্তানি মেজর চরিত্রে আর সুজিত বিশ্বাসকে রাজাকার-আলবদর বাহিনীর প্রধান হিসেবে। মূলত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়েছে। এটি আজ দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। বিজয় দিবস উপলক্ষে নির্মাতা নিয়াজ মাহবুব নির্মাণ করেছেন ‘উপলব্ধি’। রচনায় মেজবাহ উদ্দীন সুমন। সত্যজিৎ রায়ের প্রযোজনায় নাটকে রয়েছেন দিলারা জামান, সায়কা আহমেদ, মোহাম্মদ বারী, নিলয় আলমগীর, মিম মানতাসা ও আজম খান। নাটকটি এনটিভিতে ১৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে। মাসুম শাহরিয়ারের রচনায় ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত বিজয় দিবসের বিশেষ নাটক ‘বেড নাম্বার সিক্সটিন’। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তার ঘোরগ্রস্ত কিছু সময়ের গল্প উঠে এসেছে এ নাটকে। অভিনয় করেছেন ছোট পর্দার শীর্ষ অভিনেতা মোশাররফ করিম। সঙ্গে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুজাত শিমুল, শফিউল আলম বাবু, আখন্দ জাহিদ, মাহাবুব প্রমুখ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় উপন্যাস ‘নীল দংশন’-এর নাট্যরূপ দিয়েছেন মণি হায়দার। পরিচালনায় হাসান রেজাউল। পাকিস্তানিরা কবি কাজী নজরুল ইসলাম মনে করে একই নামের একজন বাঙালিকে ধরে নিয়ে তার ওপর অত্যাচার করতে করে। নাটকটিতে নজরুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও রয়েছেন জুঁই করিম, রওনক হাসান, হাসান ত্যাইয়াব ইমাম ও একঝাঁক থিয়েটার কর্মী। বিটিভির জন্য বিজয় দিবসের বিশেষ নাটক ‘মেঘভাঙা রোদ’-এ অভিনয় করেছেন তানভিন সুইটি। রয়েছেন দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। লিখেছেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। প্রযোজনায় আফরোজা সুলতানা। নাটকটিতে রয়েছেন এস এম মোহসীন, সমু চৌধুরী, আদনান ফারুক হিল্লোল, সাব্বির আহমেদসহ অনেকেই। এটি ১৪ ডিসেম্বর বিটিভিতে প্রচার হবে। ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে এবং অরুণ চৌধুরীর পরিচালনায় বিজয় দিবসের বিশেষ নাটক ‘স্বপ্নের বাড়ি’তে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান, কে এস ফিরোজ, আবদুল্লাহ রানা ও মিম। এটি বিজয় দিবসে চ্যানেল আইয়ে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে। এদিকে বৃন্দাবন দাসের রচনায় এবং ফজলে আজিম জুয়েলের পরিচালনায় জনপ্রিয় দুই মুখ চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশি ‘বিজয় চিহ্ন’ নামক বিজয় দিবসের নাটকে অভিনয় করেছেন। এটি প্রচার হবে বিটিভিতে ১৬ ডিসেম্বর রাতে। অভিনেত্রী সারিকার ‘ক্ষমা নাই’। পরিচালনায় কাজী সালাম। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরি আলম প্রমুখ। বিজয় দিবসে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে। ‘সাইলেন্ট প্রোপোজ’ নাটকে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। রচনা ও পরিচালনায় মিলাদ বড় ভূঁইয়া। প্রচার হবে এটিএন বাংলায়। বিজয় দিবসের বিশেষ নাটক ‘চিৎকার’ নিয়ে হাজির হচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। পরিচালনায় সীমান্ত সজল। মাছরাঙা টিভিতে ১৬ ডিসেম্বর প্রচার হবে। বিজয় দিবসের বিশেষ নাটক ‘শেকল ভাঙার দিনে’। জয়রাজ ও নাদিয়া মিম অভিনীত এই নাটকটির রচনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদ। প্রযোজক শাহরিয়ার শাকিল। নাটকটি আরটিভিতে প্রচার হবে। মান্নান হীরার গল্প ও নির্মাণে তৈরি বিজয় দিবসের নাটক ‘প্রতিশোধ’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও মিম মানতাসা। এদিকে মান্নান হীরার রচনায় এবং শিহানুর রহমান আসিফ ও শাব্দিক শাহিন বিজয়ের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘নৈবেদ্য’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বিজয় দিবসের বিশেষ নাটক ‘আগুনঝরা দিনগুলো’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও শারমিন জোহা শশী। শিশির আহমেদ ও তারেক মাহমুদের অভিনয়ে নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘মা’। রচনায় চাষী আরিফুল ইসলাম এবং পরিচালনায় এস এম রুবেল রানা।

সর্বশেষ খবর