রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে বিজয় দিবসের নাটক

শোবিজ প্রতিবেদক

সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে বিজয় দিবসের নাটক

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক প্রচার হবে নাগরিক টেলিভিশনে। এর নাম ‘নীল দংশন’। চিত্রনাট্য করেছেন মনি হায়দার। পরিচালনায় হাসান রেজাউল। প্রচার হবে আগামীকাল রাত ৮টায়। এ প্রসঙ্গে পরিচালক জানান, ঢাকায় বসবাস করেন কাজী নজরুল ইসলাম। একটা চাকরি করেন। ঢাকার সাভারের জাফরগঞ্জে বাসা। বাসায় স্ত্রী মায়া আর ছোট দুটি বাচ্চা-মুক্তি ও নোটন। একাত্তরে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইটের সময় বাসায় একা থেকে সব দেখেছেন। কয়েকদিন পর কাজী নজরুল ইসলাম জাফরগঞ্জে যাওয়ার জন্য যাত্রা করলে আমিনবাজারে পাকিস্তানি আর্মিরা ধরে ফেলে। পাকিস্তানি আর্মি যখন নাম জানে কাজী নজরুল ইসলাম, ওরা মনে করে এই সেই বিদ্রোহী কবি। ওকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। ক্যাম্পে আর্মি অফিসাররা যত বলে আপনি কবি কাজী নজরুল ইসলাম, ততটাই অস্বীকার করেন কাজী নজরুল ইসলাম। জানান, আমার বাড়ি ভারতের বর্ধমানে ছিল, কিন্তু ’৪৭ সালের পর এই দেশে চলে আসি আমি। আর আমার বাবা বিদ্রোহী কবিকে ভালোবেসে আমার নাম রেখেছিলেন কাজী নজরুল ইসলাম। আসল কাজী নজরুল ইসলাম কলকাতায়। তিনি অসুস্থ। আপনারা খবর নিলে জানবেন। কিন্তু পাকিস্তানি আর্মিরা বিশ^াস করে না নজরুলকে।’ এমনি চলতে থাকে নাটকের গল্প।

এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুবিনা রেজা জুঁই, রওনক হাসান, হাসান তৈয়ব প্রমুখ।

সর্বশেষ খবর