মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনেক অসমাপ্ত কাজ রয়ে গেল পৃথ্বীরাজের

শোবিজ প্রতিবেদক

অনেক অসমাপ্ত কাজ রয়ে গেল পৃথ্বীরাজের

পৃথ্বীরাজের অনেক পছন্দের একটি জায়গার নাম ‘জিলাপী স্টুডিও’। নিজের হাতে গড়া এই স্টুডিওটি ছিল তার প্রধান স্বপ্ন। পৃথ্বীরাজ বলতেন, ‘জিলাপী নিয়ে আমার অনেক আশা। এখান থেকে অনেক স্বপ্নের কাজ তৈরি হবে। এই ঘরটাতেই কাজ করতে করতে যদি চলে যাই, তা হবে আমার জন্য অনেক শান্তির।’ বিধির লিখন কেমন করে যেন সত্য হয়ে গেল।

এই ঘরটিতেই রবিবার নিস্তেজ হয়ে পড়েছিল পৃথ্বীরাজের নিথর দেহ।

পৃথ্বীরাজ নতুন একটি কাজ নিয়ে ইদানীং খুব উত্তেজিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা ও কলকাতা থেকে একসঙ্গে প্রকাশ হবে একটি গান। তাতে কণ্ঠ দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় কয়েকজন শিল্পী। গানটির উদ্যোক্তা ভারতের প্রখ্যাত সংগীতগুরু আচার্য জয়ন্ত বোসের মেয়ে রেমা বোস। আচার্য জয়ন্ত বোসের কাছে অনেক দিন শাস্ত্রীয় সংগীতের তালিম নেন পৃথ্বীরাজ। এরই মধ্যে কলকাতার কয়েকজন শিল্পী নাকি গানটিতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া শিগগিরই তার আরও কয়েকটি বড় কাজ করার কথা ছিল। এর মধ্যে একটি হলো- সিনেমার গান আর আবহ সংগীতের কাজ। তিনি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, অমিতাভ রেজা চৌধুরী, সামিউল ইসলামসহ অনেক নামি ও জনপ্রিয় নির্মাতার সঙ্গে কাজ করেছেন।

 

সর্বশেষ খবর