বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুরনো বাংলা গানের কর্মশালা

শোবিজ প্রতিবেদক

পুরনো বাংলা গানের কর্মশালা

কণ্ঠসাধনা ও পুরনো বাংলা গানের কর্মশালার প্রশিক্ষণার্থীদের নিয়ে সংগীতাসরের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণ। উত্তরায়ণের সভাপতি রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামের তত্ত্বাবধানে ও কলকাতার শিল্পী অলোক রায় চৌধুরীর পরিচালনায় পাঁচ দিনের এই কর্মশালায় ১৫টি গান শেখানো হয়। সম্প্রতি লালমাটিয়ার একটি এনজিও অফিসে অনুষ্ঠিত এই সুরের আসরে প্রশিক্ষণার্থীদের সনদপত্রও প্রদান করা হয়। সনদপত্র বিতরণ ও সংগীতাসরে বক্তৃতা করেন প্রশিক্ষক শিল্পী অলোক রায় চৌধুরী ও শিল্পী লিলি ইসলাম।

সর্বশেষ খবর