বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

৭১টি কবিতা নিয়ে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা

শোবিজ প্রতিবেদক

৭১টি কবিতা নিয়ে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা

দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা আবারও বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, আর মানবিকতার ৭১টি কবিতা নিয়ে আসছেন। প্রতি বছরের মতো এবার ১০তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিট থেকে রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে শিমুলের অনুষ্ঠান ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’। ২০১০ সাল থেকে প্রতি বছর ডিসেম্বরে এ আয়োজন করছেন শিমুল মুস্তাফা ও তার সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। বাঙালি আর মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বাংলা কবিতাকে সাধারণের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ লাইনটিকে নিজের করে নিয়েছেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।

সর্বশেষ খবর