শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

তূর্যের রবীন্দ্রসংগীতের অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

তূর্যের রবীন্দ্রসংগীতের অ্যালবাম

আজ বেঙ্গল শিল্পালয়ে মোস্তাফিজুর রহমান তূর্যের রবীন্দ্রসংগীতের প্রথম একক সিডির প্রকাশনা অনুষ্ঠান। অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অ্যালবামটি বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানার থেকে বের হচ্ছে। অ্যালবামের নাম ‘যে আমায় কাঁদায়’। সংগীত পরিচালনায় প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। সিডিটিতে ৮টি গান রয়েছে। গানগুলো হলো সুখহীন নিশিদিন, যদি জানতেম আমার কিসের ব্যথা, যেতে যেতে একলা পথে, প্রাণ চায় চক্ষু না চায়, যদি তোর ভাবনা থাকে ইত্যাদি। তূর্য বর্তমানে ছায়ানটে রবীন্দ্রসংগীতের শিক্ষক হিসেবে আছেন। তিনি সনজীদা খাতুন, মিতা হক, পার্থ সারথী শিকদার, লাইসা আহমদ লিসার কাছে রবীন্দ্রসংগীতের তালিম পেয়েছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী।

সর্বশেষ খবর