শিরোনাম
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুবর্ণার আনন্দময় এক দিন

শোবিজ প্রতিবেদক

সুবর্ণার আনন্দময় এক দিন

‘এটা আমি বিশ্বাস থেকেই বলছি, ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য যা যা করণীয় তা মেকআপ, গেটআপ, সেটআপ আমি এত বছরে শিখে গেছি। আর একজন ভালো ক্যামেরাপারসন ছাড়া আমি একেবারে অসহায়। একজন ভালো নির্মাতা হলেও তা যদি একজন ক্যামেরাপারসন পর্দায় ভালো করে তুলে ধরতে না পারেন তবে সবার পরিশ্রমটা প- হয়ে যাবে।’ গত বুধবার সন্ধ্যায় ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মিলনমেলা উপলক্ষে আমন্ত্রণে হাজির হয়েছিলেন দেশের গুণী অভিনেত্রী ও বর্তমানের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। সেসময় তার সঙ্গে ছিলেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সাজু মুনতাসির, আহসান হাবিব নাসিম, এস এ হক অলিক, এজাজ মুন্না, এস রাশেদ জামানসহ অনেকেই। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নেহাল কোরেয়েশী ও সার্বিক ব্যবস্থাপনায় নাভিদ খান চৌধুরী ও নিয়াজ মাহবুব। অনুষ্ঠানে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করার মুহূর্তে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমার একটি ফেভারিট সংলাপ আছে। যখন লাইট করতে খুব দেরি হয় তখন আমি বলি, অস্কার তো পাবে না, তাড়াড়াড়ি কর।’ উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি গঠিত হয়। ভবিষ্যতে এই কমিটি নিয়ম মেনে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর