শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

একজন গীতিকবি শোয়েব চৌধুরী

শোবিজ প্রতিবেদক

একজন গীতিকবি শোয়েব চৌধুরী

শোয়েব চৌধুরী এ দেশের একজন গুণী গীতিকবি। তবে একজন গীতিকবি হিসেবে নিজেরই সুরে গান সৃষ্টির আগে একজন কণ্ঠশিল্পী হিসেবেই তিনি বেশি পরিচিত ছিলেন। কিন্তু ২০০২ সালে তার ভোকাল কড ফেটে যাওয়ায় গান গাওয়া বন্ধ করে দিয়ে গান লেখালেখি এবং সুর সৃষ্টিতে অনবদ্য হয়ে উঠেন। তারই লেখা গানে বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের অনেক গুণী শিল্পী। ২০০৫ সালে শোয়েব চৌধুরীর সংগীতবিষয়ক প্রতিষ্ঠান ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু হয়। মাঝপথে এসে কিছুটা বিরতি নিতে হয় তাকে। কিন্তু চলতি বছরের শেষ প্রান্তে এসে শোয়েব চৌধুরী আবারও বেশ মনোযোগী হয়ে উঠেন তার এই সংগীত প্রতিষ্ঠানকে নিয়ে। পয়লা জানুয়ারি থেকে আবারও পূর্ণোদ্যমে ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরীর ভাষ্যমতে প্রথম দিন থেকেই এই প্রতিষ্ঠানের ব্যানারে সুর, ছন্দ আর ছায়াবাণীর পালা শুরু হবে। বাংলাদেশের গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করতে এবং আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কাজ করবে ‘ক্রাউন মিউজিক’।

           

সর্বশেষ খবর