সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রথমবারের মতো দুই ফারুকী

শোবিজ প্রতিবেদক

প্রথমবারের মতো দুই ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী, দেশের প্রতিষ্ঠিত নির্মাতা। ক্যারিয়ারের শুরু থেকেই ভাই-ব্রাদার্স সঙ্গে নিয়ে কাজ করেছেন তিনি। তবে এবার  ব্যতিক্রম ঘটালেন মেধাবী এই নির্মাতা। প্রথমবারের মতো সহোদর গোলাম কিবরিয়া ফারুকীকে সঙ্গে নিয়ে নির্মাণ করলেন ‘অনির্বাণ- ২০১৯’ নামের একটি ডকু-ফিকশন। যার ইংরেজি নাম ‘রাইজ অব ঈগল’। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অনলাইনে মুক্তি পাওয়ার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ বিমান বাহিনী নিবেদিত এই ডকু-ফিকশনটি। বিমান বাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজ, ছবিয়ালের অফিশিয়াল পেজ থেকে মুহূর্তেই ছড়িয়ে যায় ‘অনির্বাণ- ২০১৯’। শুধু তাই নয়, নামে-বেনামে ফেসবুক ও ইউটিউবে লাখ লাখ ভিউসহ দর্শকের সরাসরি প্রশংসা পাচ্ছেন দুই নির্মাতা। এ প্রসঙ্গে গোলাম কিবরিয়া ফারুকী বলেন, চল্লিশ মিনিটের একটি ডকু-ফিকশন ‘অনিবার্ণ-২০১৯’। ইন্তেখাব নামের একজন দুর্বল চিত্তের ক্যাডেটের মাধ্যমে দেখানো হয় যে, কীভাবে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি দুর্বল চিত্তের একজনকে দৃঢ় মনোবলের দক্ষ পাইলট হিসেবে গড়ে তোলে। এটা যদিও ফিল্ম নয় কিন্তু আমরা এটাকে ফিল্ম হিসেবে শুট করেছি। যেহেতু সরয়ার ভাইয়ের নামটা এখানে জড়িত, আর ভাইয়ের সঙ্গে আমারও এটি প্রথম কো-ডিরেকশন! সর্বোচ্চ চেষ্টা করেছি কাজটা শেষ করতে।

সর্বশেষ খবর