সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই ভাষায় গাজী রাকায়েতের গোর

শোবিজ প্রতিবেদক

দুই ভাষায় গাজী রাকায়েতের গোর

বেশ কিছুদিন আগে নির্মাতা গাজী রাকায়েতের ‘গোর’ চলচ্চিত্রটির শুটিং শেষ হয়। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা আছে সিনেমাটি। শিগগিরই ছাড়পত্রও মিলবে। এরপরই আনুষ্ঠানিকভাবে এ ছবির বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। তিনি বলেন, ‘একটি সংবাদ সম্মেলন করব ১৫ তারিখের মধ্যেই। এরপর ছবিটি নিয়ে বিস্তারিত জানানো হবে। ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে এপ্রিলে। তা যদি না হয় তবে ঈদে মুক্তি দিতে পারি। ছবিটি নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। কান উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুত করছি। এছাড়াও বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। দেখা যাক।’ জানা যায়, বাংলাদেশে প্রথমবারের মতো এই ছবিটি দুই ভাষা ইংরেজি ও বাংলায় নির্মিত হয়েছে। তিনি বলেন, ‘একসঙ্গে দুটি সিনেমা নির্মাণ করেছি আমি। একটি বাংলা ও একটি ইংরেজি। ছবিটির ইংরেজি ভার্সনের কিছু কাজের প্রক্রিয়া এখনো বাকি আছে। বিস্তারিত কয়েকদিন পরে আনুষ্ঠানিকভাবে জানাতে চাই। আমার জানামতে এটিই হবে বাংলাদেশের প্রথম ইংরেজি সিনেমা।’ গোর সিনেমাটিতে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। এখানে তার বিপরীতে দেখা যাবে মৌসুমী হামিদকে। গাজী রাকায়েত ও মৌসুমী হামিদ ছাড়াও ‘গোর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা প্রমুখ।

সর্বশেষ খবর