বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাহতাবের কাশ্মীরি প্রেমিকা ফারিয়া

শোবিজ প্রতিবেদক

মাহতাবের কাশ্মীরি প্রেমিকা ফারিয়া

তরুণ কথাসাহিত্যিক মাহতাব হোসেনের লেখা ‘লোকটি সৎ ছিল’  নাটকটি দর্শকনন্দিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় মাহতাব হোসেন লিখেছেন দুটি নাটকÑ ‘কাশ্মীরি প্রেমিকা’ ও ‘প্রিয় কবিতা’। ভালোবাসা দিবসের এই নাটক দুটির মধ্যে কাজী সাইফের ‘কাশ্মীরি প্রেমিকা’র শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বৈচিত্র্যময় এ গল্পের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। কাশ্মীর থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণী ও তার স্বদেশে ফিরে যাওয়ার পর জটিলতা নিয়ে আবর্তিত হয়েছে গল্প। নাটকে ‘কাশ্মীরি প্রেমিকা’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়মুখ ফারিয়া শাহরিন। বিপরীতে আছেন মনোজ প্রামাণিক। মাহতাবের লেখা আরেকটি নাটক ‘প্রিয় কবিতা।’ একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। এই নাটকের শুটিংও শেষ হয়েছে। নির্মাণ করছেন সরদার রোকন। নাটকের গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম। মাহতাব হোসেন বলেন, ‘এই দুটি নাটক নিরীক্ষাধর্মী। লেখার আগে চরিত্রগুলো নিয়ে বিশ্লেষণ করেছি। গল্পে বৈচিত্র্য নেই। খুব কমন গল্প। আমাদের চারপাশে আমরা যা দেখি সেসব গল্পই লিখেছি।’

সর্বশেষ খবর