বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মৌলিক চিত্রনাট্যে নির্বাচিত ‘আলো’ ও ‘ওয়ারবন’

শোবিজ প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে এখন আর দর্শকদের ভিড় তেমনটা লক্ষ্য করা যায় না। পর্দায় গতানুগতিক গল্প দেখে দর্শক বিরক্ত ও হলবিমুখ। এবার বিষয়টি আমলে নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ইতিমধ্যেই গুণী চিত্রনাট্যকার ছটকু আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি উপকমিটি করা হয়েছে। কমিটি মৌলিক গল্পনির্ভর চিত্রনাট্য আহ্বান করেছে। সেই পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি নতুন মেধাবী চিত্রনাট্যকারের সন্ধানে চলচ্চিত্রের মৌলিক গল্প বা চিত্রনাট্য আহ্বান শীর্ষক প্রতিযোগিতায় জুয়েল জান চৌধুরীর ‘আলো’ চিত্রনাট্য এবং ‘ওয়ারবন’ গল্পটি নির্বাচিত করেছেন। জুয়েল বলেন, “আলহামদুলিল্লাহ্! আমার লেখা ‘আলো’ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। সবাই দোয়া করবেন যেন ‘আলো’ চলচ্চিত্রটি আলোর মুখ দেখে।”

সর্বশেষ খবর