মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গানের মানুষ ধ্রুব গুহ

শোবিজ প্রতিবেদক

গানের মানুষ ধ্রুব গুহ

কণ্ঠশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ শুদ্ধ বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য লড়াই করে চলেছেন। আজ তার জন্মদিন। ধ্রুব বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার শ্রদ্ধেয় বাবা-মাকে। আমি যেন গানপিয়াসী মানুষের জন্য আরও ভালো ভালো গান করে যেতে পারি, এটাই আমার চাওয়া। ‘শুধু তোমার জন্য’, এবং ‘যে পাখি ঘর বোঝে না’ এই দুই গান দিয়েই বাজিমাত করে ছিলেন সংগীতশিল্পী ধ্রুব গুহ। পেয়েছেন তারকা খ্যাতি। এর পর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি গানে সেই ধারাবাহিক কণ্ঠের জাদু, হৃদয়ে দাগ কাটা গল্প এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরেই বিচরণ করে চলছেন এই কণ্ঠশিল্পী।

শিগগিরই আরও একটি নতুন গান যুক্ত হচ্ছে তার সংগীত ক্যারিয়ারে। গানের শিরোনাম ‘দাগা’। গানের ভিডিওতে থাকছে বড় চমক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর