মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চতুর্থ বার্ষিক নাট্য উৎসব ২০২০

শোবিজ প্রতিবেদক

চতুর্থ বার্ষিক নাট্য উৎসব ২০২০

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘চতুর্থ বার্ষিক নাট্যোৎসব ২০২০’। উৎসবের স্লোগান ‘মুক্তির চেতনায় শিল্পিত সৃজন’। কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে  জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের শুরু। উৎসবে চট্টগ্রাম নাট্যকলা বিভাগের পরিবেশনায় প্রদর্শিত হবে ‘যৈবতী কন্যার মন’, ‘মোহভঙ্গ’, ‘পুজোর সাজ’, ‘রাত ভরে বৃষ্টি’, ‘রাষ্ট্র বনাম’, ‘সোনার তরী’, ‘বাঁশি’, ‘লাল জমিন’, ‘নিষ্কৃতি’ ও ‘শ্যামাপ্রেম’। উৎসবের সমাপনী ১৭ জানুয়ারি।

সর্বশেষ খবর