শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আজ প্রেক্ষাগৃহে কাঠবিড়ালী

শোবিজ প্রতিবেদক

আজ প্রেক্ষাগৃহে কাঠবিড়ালী

আজ দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালী’। ছবিতে প্রধান ভূমিকা কাজল চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও হাসু চরিত্রে আসাদুজ্জামান আবীর। ২০১৭ সালের মার্চে ‘কাঠবিড়ালী’র শুটিং শুরু হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের একটি প্রেক্ষাগৃহে গত ডিসেম্বরে ছবিটির প্রিমিয়ারও হয়। বহু প্রতিকূলতার মধ্যে শুটিং শেষ করে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। ছবিটির গল্পে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে এটি নির্মিত। ছবিটিতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার গল্পে কাঠবিড়ালীর চিত্রনাট্য করেন তাসনিমুল তাজ। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

সর্বশেষ খবর