শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই ভাষার চলচ্চিত্র গোর

শোবিজ প্রতিবেদক

দুই ভাষার চলচ্চিত্র গোর

দেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে ছাড়পত্র পেল গাজী রাকায়েত রচিত ও পরিচালিত ‘The Grave’। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। অনুদানপ্রাপ্ত ছবিটির বাংলা নাম ‘গোর’। আনুষ্ঠানিকভাবে দুটি চলচ্চিত্রের জন্য আলাদা আলাদা সেন্সর ছাড়পত্র দেওয়া হয় গত বুধবার সন্ধ্যায় বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে। চলচ্চিত্র দুটির সেন্সর ছাড়পত্র প্রযোজক গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগরের হাতে তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও চলচ্চিত্র সেন্সর বোডের্র ভাইস চেয়ারম্যান মো. নিজামূল কবীর। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গাজী রাকায়েত। অভিনয়ে গাজী রাকায়েত, আশিউল ইসলাম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, শামীমা তুষ্টি, এ কে আজাদ সেতু, দীপান্বিতা মার্টিন, দিলারা জামান, মামুনুর রশীদ প্রমুখ। প্রযোজনায় চারুনীড়ম অডিও ভিজ্যুয়াল ও ইমপ্রেস টেলিফিল্ম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর