শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

উইল স্মিথ ভার্সেস রবার্ট ডাউনি

শোবিজ ডেস্ক

উইল স্মিথ ভার্সেস রবার্ট ডাউনি

হলিউডের সাড়া জাগানো ‘ব্যাড বয়েজ’ সিরিজের নতুন কিস্তি উইল স্মিথের ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডুলিটল’ আন্তর্জাতিকভাবে একই দিনে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। গতকাল সিনেমা দুটি ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি দেওয়া হয়। উইল স্মিথ ও মার্টিন লরেন্স জুটির ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ হলিউডের জনপ্রিয় সিনেমা। ‘ব্যাড বয়েজ’ নামে প্রথমবার মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর ‘ব্যাড বয়েজ টু’ আসে ২০০৩ সালে। দুই পর্বই দর্শকদের মন জয় করে নেয়। তবে তৃতীয় কিস্তি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’র জন্য দর্শকদের প্রায় ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে! ছবিটির নির্মাতা আদিল এল আরবি এবং বিল্লাল ফালাহ। যুক্তরাষ্ট্রের মাইয়ামি শহরের দুই গোয়েন্দা পুলিশের কাহিনি নিয়ে গড়ে ওঠা এই ছবির মূল আকর্ষণ অ্যাকশনের সঙ্গে কমেডি। অন্যদিকে ১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা একটি শিশুতোষ সিরিজ বই ‘ডুলিটল’। সিরিজটির গল্প মজার একজন ডাক্তার জন ডুলিটলকে নিয়ে। ১৯৬৭ সালে প্রথম এই সিরিজ নিয়ে সিনেমা নির্মিত হয়। এরপর নতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করে প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। এবারের ‘ডুলিটল’ পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘আয়রনম্যান’খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। পর্দায় তাকে দেখা যাবে পশুপাখির সুপারহিরো হিসেবে।

সর্বশেষ খবর